ক্ষমতাচ্যুত নেতা অ🌠ং সান সু চি ♛ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলীয় নাগরিক শন টার্নেলকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত। বৃহস্পতিবার আদালত সূত্রের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স।
উভয়ের বিরুদ্ধে স🎃রকারি কাজে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তবে তারা দুজনই এ🅠ই অভিযোগ অস্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আইনি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, “দুজন🦄কেই তিন বছর করে সাজা দেওয়া হয়েছে, তবে কোনো কঠোর পরিশ্🐼রম করতে হবে না।”
সু চি ছাড়াও তার দলের অর্থ🎉নৈতিক দপ্তরের বেশ কয়েকজন সদস্যকে একই অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। যার সর্বোচ্চ🐼 সাজা হতে পারে ১৪ বছরের কারাদণ্ড।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে মিয়া♊নমারে। বিক্ষোভ থেকে রাজনীতিবিদ, আইনপ্রণেꦕতা, আমলা, ছাত্র, সাংবাদিকসহ কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে সামরিক জান্তা সরকার।
সা♔মরিক আদালতও সেনাশাসনবিরোধীদের কঠোরভাবে দমন করেছে। অনেক ক্ষেত্রে কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। যদিও জান্তা সরকার জোর দিয়ে বলে🐈ছে, মিয়ানমারের আদালত স্বাধীন ও আটককৃতদের যথাযথ প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে কয়েক দফায় রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি ও অন্যান্য অভিযোগে সু চিকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তার আ♊🌳ইনজীবীরা আপিল করবেন বলে আশা করা হচ্ছে।