• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাবুলের স্কুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০২:২০ পিএম
কাবুলের স্কুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯

আফগানিস্তান𝔍ের রাজধানী কাবুলের একটি স্কুলে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে অন্তত ১৯ জন,𝔉 আহত হয়েছেন আরও ২৭ জন।

আ🔥ল-জাজিরা জানায়, শুক্রবার (৩০ সে♌প্টেম্বর) কাবুল শহরের দাশত-ই-বারচি এলাকায় অবস্থিত কাজ নামের একটি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরনে নিহতরা বেশির ভাগই শিক্ষার্থী।

স্♋কুলের এক কর্মকর্তা জানান ছাত্ররা সেখানে আসন্ন পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক পড়াশোনা করছিলেন। এর আগে গত বছর একই এলাকার এক বিদ্যালয়ে বিস্ফোরেনে নিহত হন ৮৫ জন।

এই অঞ্চলের বাসিন্দারা বেশির ভাগই হাজারা গোষ্ঠীর। তারা সেখানে সংখ্যালঘু। তাদের লক্ষ্য 🥀করে অতীতেও বিভিন্ন হামলা হয়েছে। তবে শুক্রবারের হামলায় এখনো দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে এটি আইএস করে থাকতে পারে।

গত বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমাতায় আসার পর জঙ্গী গোষ্ঠী আইএস বহুবার হামলা চালিয়েছে। এসব হামলায় আক্রমণ করা হয়েছে অনেকগুলো স্কুল আর হাসপাতাল🌃কে।

সামাজিক মাধ্য প্রকাশ করা কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় রক্তাক্ত দেহগুলোকে সরি💟য়ে নেওয়া হচ্ছিল স্কুল থেক🅷ে।

Link copied!