মিয়ানমারের জান্তা সরকার গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের প্রতিহত করতে সামরিক শক্🌃তি ব্যবহার করছে এবং জনগণে🌱র ওপর ভয় ও নিপীড়নের শাসন চালাচ্ছে। তাই তাদের কাছে অর্থ ও অস্ত্র পৌঁছানো থামাতে হবে বিশ্বকে।
সম্প্রতি এক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।𝓡 𝐆পাশাপাশি এ বিষয়ে বিশ্বকে আর দৃঢ় পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তারা।
জান্তা সরকার মিয়ানমারে নির্বিচার হত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। তবে এ🅰ই অভিযোগ অস্বীকার করে মিয়ানমার বলছে, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে। সশস্ত্র এই সন্ত্রাসীরা দে🎉শের ক্ষতি করতে দৃঢ়প্রতিজ্ঞ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এই প্রতিবেদনে মিয়ানমারের সামরিক বাহিনীকে আরও ব🌄িচ্ছিন্ন করার আহ্বান জান🅰িয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। সংস্থাটি আরও বলেছে, জান্তা সরকার অর্থবহ ও টেকসই উপায়ে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে জালিয়াতির অভিযোগে এক অভ্যুত্থ♑ানে সামরিক বাহিনী ক্ষমতা♏ দখল করে। এর পর থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে।
সামরিক বাহিনীꦛ গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের সঙ্গে লড়াই করছে এবং গ্রেপ্তার করছে হাজারো জান্তাবিরোধীকে।