ইཧস্টার্ন ইকোনোমিক ফোরামে যোগ দিতে রাশিয়া সফরে গেছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। বুধবার (৭ সেপ্টেম্বর) তিনি প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদি▨মির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন।
ক্রেমলিনের বিবৃতি থেকে জানা যায়, পুতিনকে পুরো বিশ্বের নেতা সম্বো𝔍ধন করে মিং বলেছেন, “আপনা🃏র জন্য আমার গর্ববোধ হয়। আপনি ক্ষমতায় আসার পর রাশিয়া বিশ্বে ১ নম্বর দেশ হয়ে ওঠেছে। শুধু রাশিয়ার নয়, আমি মনে করি আপনি পুরো বিশ্বের নেতা। কারণ পুরো বিশ্বের স্থিতিশীলতা আপনার ওপর নির্ভর করে।”
অন্যদিকে মিয়ানমারকে উদ্দেশ্য করে পুতিন বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ায় মিয়ানমার আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু। আমরা এক𓄧সাথে এগিয়ে যাচ্ছি। প্রতিদিন আমাদের সম্পর্ক আরও ভালো হচ্ছে।”
এর আগে জানা গিয়েছিল, রাশিয়ার সাথে মিয়ানমারের সহযোগিতাপূর্🃏ণ সম্পর্ক উন্নয়নের ব্যাপারে কথা বলবেন মিয়ানমারের এই সিনিয়র জেনারেল। পাশাপাশি প্রাধান্য পাবে অর্থনৈতিক ইস্যুগুলোও।
ফোরামটি অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ার সর্ব পশ্চিমের শহর ভ্লাদিভস্টকে। ফোরামে উপস্থিত আছেন চীন, ভারত, জাপান ও কাজাখাস্তান𒉰সহ অন্যান্য আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়া🔜নমারের সামরিক বাহিনী। ফলে এখনো বিদ্রো𒊎হে উত্তাল দেশটির বিভিন্ন এলাকা। এরই মধ্যে গত আগস্ট মাসে সামরিক শাসনের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে এই ফোরামে আমন্ত্রণ পেলেও আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলোর সংগঠন আসিয়ানের নেতাদের সম্মেলনে আমন꧟্ত্রণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই মিয়ানমারের।