চীন ও রাশিয়ার উদ্যোগে ২০০১ সালে গঠিত জোট ‘সাংহাই🌜 কোঅপারেশন অর্গানাইজেশন’-এর সদস্য হতে যাচ্ছে ইরান। রয়টার্স জানায়, এ উপলক্ষে আনুষ্ঠানিক প্র🌳তিশ্রুতি স্বাক্ষর সম্পন্ন করেছে দেশটি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক বক্তব্যে ইরানের পররা🐠ষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্🎶লাহিয়ান জানান, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উজবেকিস্তানে এই স্বাক্ষর করেছেন।
ধারণা করা হচ্ছে এই সংস্💞থাটির ꧒স্থায়ী সদস্য হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো মোকাবিলার পথ খুঁজছে ইরান।
ইন্সটাগ্রামে ♋ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, এই স্বাক্ষরের পর এসসিওꦆ-এর পূর্ণাঙ্গ সদস্য হওয়ার পথে আরেকটি ধাপ পার হলো ইরান।
বর্তমানে এই জোটে আছে মꦇোট আটটি দেশ। চীন, রাশিয়া ছাড়াও সদস্য হিসেবে আছে ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখাস্তান, তাজিকিস্তান ও কিরগিস্তান।
চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে সংস্থ🌞াটির শীর্ষ সম্মেলন। এতে সবগুলো দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও উপস্থিত থাকবেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি।