ভারতে যাত্রীবাহী একটি চলন্ত বা꧅সে আগুন লেগে মৃত্যু হলো আটজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (১৭ মে) গভীর রাতে ঘটনাটি ঘটে হরিয়ানা🌊র নুহ জেলায়। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। দুর্ঘটনাগ্রস্ত বাসটি বৃন্দাবন ও মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা ও চন্ডিগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন । নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে𝔉 যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন চলন্ত বাসে আগুন দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর দেও🧔য়া হয় পুলিশে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, “আমরা ১০ দিনের জন্য পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রায় যাওয়ꦍার জন্য বাস ভাড়া করেছিলাম। শুক্রবার রাতে আমরা বাড়ি ফিরছিলাম। আমরা ঘুমানোর সময় ধোঁয়ার গন্ধ পেলাম। মোটরসাইকেল আরোহী চালককে সতর্ক করার পরে বাসটি থামে।”