ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। এই দম্পতির সংসার আলোকিত করে আসত🦄ে চলেছে তাদের সন্তান। আর সেই উপলক্ষে ক্ষণ গুনছেন রাজ-পরী। সেই সঙ্গে চলছে নানা আয়োজন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ಞমঙ্গলবার (২ জুলাই) পরীমনি প্রকাশ করলেন তাদের আনন্ꦐদঘন কিছু মুহূর্ত। কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করে পরী। সেখানে দেখা যায়, হাস্যোজ্জ্বল রাজ-পরীর সামনে সাজানো অনাগত সন্তানের জন্য জামাকাপড়, জুতা-স্যান্ডেল, ফিডার, বেবি লোশনসহ নানা রকমের প্রসাধনী।
সেসব ছবি-ভিডিওর সঙ্গে পরী ক্যাপশনে লিখেন, ‘তার আসার আয়োজন।’ সেই সঙ্গে রাজের প্রতিও মুগ্ধতা প্🤡রকাশ করেছেন তিনি।
পরীর সেই পোস্টে তাকে, অনাগত সন্তানের জন্য শুভ কামনা-দোয়া আর ভালোবাসায় সিক্ত করছেন নেটিজেনরা। ছবিতে সন্তানের জামাকাপড় দেখে কেউ আবার অনুমান করছেন, মেয়ে সন্তান আসবে রাজ-পরীর ঘরে। তবে তাদের ঘরে ছে🃏লে না মেয়ে সন্তান আসবে তা নিয়ে মিডিয়ায় কখনও মুখ খোলেননি এই তারকা দম্পতি ।
নতুন অতিথি পৃথিবীর মুখ ♎দেখবেন কবে নাগাদ; এমন এক প্রশ্নের জবাবে সম্প্রতি রাজ বলেন, ‘আমরা মনে হয় আর কিছুদিনে💙র মধ্যে নিজেরাই সেই সুখবর দেব। এই মুহূর্তে আমরা ঠিকঠাক-সুন্দর সময় কাটাচ্ছি।’