ঈদুল আজহা উপলক্ষে (১০ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযো🔥জক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। এই সিনেমা বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন এই চিত্রনায়ক।
ঈদের পরদিন আজ (১১ জুলাই) বꦏসুন্ধরা সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে ‘দিন : দ্য ডে’ দেখতে হাজির হয়েছেন অনন্ত-বর্ষা জুটি। এর আগে সিনেপ্লেক্সের সামনে সিনেমাটি দেখতে আসা দর্শকদের দীর্ঘ লাইন দেখা যায়।
সিনেমা দেখতে এসে অনন্ত পত্নী ও এই সিনেমার নায়িকা বর্ষা বলেন, "আমার মনে হচ্ছে আজকেই আমার প্রথম সিনে🅺মা মুক্তি পেয়েছে। খুব ভালো লাগছে।"
অন্যদিকে অনন্ত বলেন❀, "সবার ছবি দেখতে আসলে ভালো হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য। ই💧ন্ডাস্ট্রি বাঁচবে। তবে ‘দিন : দ্য ডে’ দেখার জন্য ভিড় দেখে একটা উৎসবের মত মনে হচ্ছে।
‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থা🐻র একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা য꧟াবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।
সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মু🌌র্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।