আর💫 মাত্র কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে♔ প্রকাশ পেতে যাচ্ছে নতুন একটি গান। গানটির শিরোনাম ‘মহাদেব’। আগামী ৩০ সেপ্টেম্বর গানচিত্র আকারে প্রকাশিত হবে এটি।
এ গানের কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর ও সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚংগীতায়োজনে শোভন রায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা বাঁধন সরকার পূজা, মৌমিতা বড়ুয়া, গায়ক-সংগীত পরিচালক জি এম জন, শোভ𝕴ন রায় ও অজয় রায়।
বিশেষ গানটিতে চমক হিসেবে থাকছে🍎 শিব তাণ্ডব। এটি মূলত শিবের প্রশংসায় করা একটি নৃত্য। যেটার কথা হিন্দু পুরাণে রয়েছে।
গানটি প্রসঙ্গে গায়িকা মৌমিতা বলেন, “শিব তাণ্ডব নিয়ে এমন কাজ আমাদের দেশে আগে হয়নি। এজন্য আমরা সবাই খুবই উচ্ছ্বসিত। আশা করি এবারের দুর্গাপূজায় গানটি দর্শক-শ্র﷽োতাদের ভিন𒁏্ন অভিজ্ঞতা দেবে।”
‘মহাদেব’-এর মূল পরিকল্পনাকারী ও গীতিকার প্রসেনজিৎ ওঝা। তিনি বলেন, “গত শিবরাত্রিতে এই গানের ভাবনাটা🌳 মাথায় আসে। এবার দুর্গাপূজা উপলক্ষে শোভন আগ্রহ প্রকাশ করায় গানটি তৈরি হলো। সেমিক্ল🔥াসিক্যাল ও ওয়েস্টার্ন মিউজিকের সমন্বয়ে গানটি দারুণভাবে সাজিয়েছে শোভন। আর প্রত্যেক শিল্পীও চমৎকার গেয়েছেন। ভিডিওর জন্য সবাইকে অনেক শ্রম দিতে হয়েছে। কারণ, এটা একেবারে নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। তাই পূজার আনন্দ কিছুটা হলেও যদি সংযোজন করতে পারি, তাহলেই আমাদের শ্রম সার্থক হবে।”
জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান প্রোটিউন-এর ইউটিউব চ্যানেল থেকে গানচিত🔥্রটি উন্মুক্ত করা হবে।