• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অক্ষয়-টাইগারের সিনেমায় জাহ্নবীর ‘না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ১১:৫২ এএম
অক্ষয়-টাইগারের সিনেমায় জাহ্নবীর ‘না’

বলিউডের নতুন সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ২’। অ্যাকশন ঘরানার এ ছবিতে নায়ক হিসেবে রয়েছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্র⭕ফ। কিন্তু এ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েও পরিচালককে ফিরিয়ে দিয়েছেন শ্রীদেবীকন্যা জাহ্ন꧃বী কাপুর।

আলি আব্বাস জাফর পরিচালিত এ ছবিতে নায়িকা চরি𒁃ত্র রয়েছে মোট তিনটি। যদি🍷ও পরিচালক প্রথমে দুজন নায়িকার কথা জানান।

কিন্তু পরে ছবিতে তিনজন নায়িকা চরিত্রই থাকবে সিদ্ধান্ত নেন তিনি। নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য সোনাক্ষী সিনহা, মানুষী চিল্লারকে আগেই চূড়ান্ত করা হয়েছিল। এরপরই জাহ্নবী🐟কে নির্বাচিত করা হয়।

এর আগে কৃতিকে নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হলে তিনি পারিশ্রমিক ও শিডিউল সমস্যার কারণে এ ছবিতে অভিনয় করতে অসম্মতি জানান। আর সব জেনেই জাহ্নবী ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন। তবে হঠাৎই তার ‘না’ উত্তরে  বেকায়দায় পড়েছেন নির্মꦏাতারা।

কারণ হিসেবে বলিউডের বাতাসে শোনা যাচ্ছে, ছবিতে জাহ্নবী যে চরিত্রে অভিনয় করবেন সে চরিত্রে কিছু কাটছাঁট হয়েছে। এতে চরিত্𒆙রের গুরুত্ব অনেকটাই কমে গেছে। তাই সে চরিত্রে অভিনয় করতে আর চাইছেন না তিনি। তাই দিশেহারা হয়ে আবারও ♛নতুন মুখের সন্ধান শুরু করেছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ২’-এর পরিচালক আলি আব্বাস জাফর।

সূত্র: আনন্দবাজার

 

Link copied!