• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মক্কায় এসেও বাজে মন্তব্যর শিকার হয়েছি: নিলয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৫:০৪ পিএম
মক্কায় এসেও বাজে মন্তব্যর শিকার হয়েছি: নিলয়
অভিনেতা নিলয় আলমগীর। ছবি: সংগৃহীত

মক্কায় এসেও বাজে মন্তব্যর স্বীকার হয়েছেন বলে মন্তব্য করেছেন জনপ🌸্রিয় 🎀অভিনেতা নিলয় আলমগীর। কয়েকদিন আগেই পরিবার নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন এই নায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৮ জানুয়ারি খবরটি নিজেই জানিয়েছেন নিলয়। কিন্তু ওমরাহ পালনে যাওয়ার পর থেকেই নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত অভিনেতা।

শনিবার (১১�� জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়ট꧅ি নিয়ে আবারও পোস্ট দিয়েছেন অভিনেতা

‘সংবাদ প্রকাশ’ পাঠকদের জন্য অভিনেতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘এর আগেও আমি অ🅘নেক দেশে গিয়েছি। ছবি পোস্ট করেছি। এমনক🦂ি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে।

কারণটা কি কিছুই বুঝতে পারলাম না। পবিত্র নগরীতে এসেছি। ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো 🌌না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।

আল্লাহ যদি তৌফিক দেন আবার আসব, বারবার আসব। আপনিও আল্লাহর কাছেﷺ দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহই ভালো জানেন। বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে।

এর আগে, গত ৯ জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় লিখেছিলেন, আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়♑েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না। আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবে🔯ন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না।

Link copied!