• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ১২:৫৩ পিএম
মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি
চিত্রনায়িকা ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। ছবি: কোলাজ

আরজি করকাণ্ডে নারীদের নিরাপত্তা নিয়ে একাধিক দাবিতে গোটা ভারতে যখন উত্তাল রাজপথ, তখন সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেলেন কলকতার জনপ্রিয় চিত্রনায়িকা ও সাবেক সংসদ সদস্য মౠিꦆমি চক্রবর্তী। ইতোমধ্যেই বিষয়টাকে সামনে এনে  ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হুমকি দেওয়ার একটি স্ক্রিনশট স🌠ামাজিক যোগাযোগমাধ্যমে পো𝐆স্ট করে ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন পরিচালক সৃজিত মুখার্জিও।

এবার হুমকি দেওয়া সেই অ্যাকাউন্ট থেকে কমেন্টে বক্সে লেখা হয়, ‘মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না।🎃 আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতি? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতি নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়𒁃ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’

আর এই পোস্ট শেয়ার করে মিমি লিখেছেন, ‘আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাইছি, তাই না💯? এরা অনেকের মধ্যে কিছুজন। এখ☂ন ধর্ষণের হুমকিকে নর্মলাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ। একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তারা নাকি মেয়েদের পাশে আছেন! এটা কোন শিক্ষার পরিচয়?’

এদিকে এরকম একটি কমেন্ট নিজের ফেসবুকে শেয়ার করে পরিচালক &nbs❀p;সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, ‘ তারকাদের ঘৃণা করুন কিন্ত🦹ু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।’

তবে পরিচালক এই পোস্টের কমেন্ট সেকশন বন্ধই করে রেখেছেন অ📖বাঞ্ছিত মন্তব্যকে এড়িয়ে যেতে। মিমꦰি ও সৃজিত দুজনেই নির্যাতিতার হয়ে বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানিয়ে আসছেন। 

Link copied!