• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চিত্রনায়ক বাপ্পীর মা আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ১২:৩৬ পিএম
চিত্রনায়ক বাপ্পীর মা আর নেই
মায়ের সঙ্গে বাপ্পী চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

চিত্রনায়ক বাপ🍸্পীর মা আর নেই। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে তার মা স্বপ্না সাহা শেষ নিঃশ্🐟বাস ত্যাগ করেন।

বাপ্পী চৌধুরীর ঘনিষ্ঠ স্বজন এই তথ্য নিশ্চিত😼 করে জানিয়েছেন, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায়ꦡ ভুগছিলেন। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেন।

জানা যায়, ꦑমুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।꧒ মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাপ্পী।

বাপ্পী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে আশরাফ শি𝔍শিরের পরিচালনায় ‘৫৭০’, শাহীন সুমনের ‘কুস্তিগির’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ এবং সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’। অনেক আগেই সিনেমাগুল💙োর কাজ শেষ হলেও আজও আলোর মুখ দেখেনি। আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।

 

Link copied!