বলিউডের আলোচিত অভিনেত্রী অনন্যা পান্ডে। তার আরেক পরিচয় তিনি অভিনেতা চাংকি পান্ডের মেয়ে। তারকা সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই সবার🏅 নজরে ছিলেন। বলিউডে নাম লেখানোর পর মিডিয়ার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। গত দুই বছর ধরে বলিউড তারকা আদিত্য ও অনন্যার ꧃প্রেম নিয়ে চর্চায় ছিল বলিউড।
এই জুটিকে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএকসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে দেখা গিয়েছিল। একসময় তো চাংকিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। কিন্তু সুখের এই সময় আর টিকল না। আচমকা শোনা যায়, আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে।
সেই ফাটল এবারের জন্মদিনেই প্রকাশ্যে 🗹এলো। বার্থ ডে গার্ল অনন্যা পান্ডের ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম স্টোরিতে ‘আই লাভ ইউ’ লিখেই দিলেন নতুন প্রেমিক ওয়ালকার ব্লাঙ্কো । তাতেই নেটিজেনদের মত, আদিত্য রায় কাপুর তাহলে এবার নিশ্চিতভাবেই অনন্যার জীবনে অতীত।
অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিকের খোঁজ পান চাংকিকন্যা। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও ব্লাঙ্কো নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছেন হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন 🐲বয়ফ্রেন্ডকে অনন্যার꧂ এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন অভিনেত্রী।
ওয়াকার ব্লাঙ্কো পেশায় একজন মডেল। তবে তার অন্য আরেকটি পরিচয়, ত💜িনি রিলায়েন্স নামের একটি ফ্যাশন কোম্পানির ব্রান্ড ম্যানেজার। অনন্যার সঙ্গে তার প্রথম পরিচয় একটি বিজ্ঞাপনের শুটে গিয়ে। তবে সেব♕ার নাকি কথা হয়নি। নতুন প্রেম হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেই।
বুধবার (৩০ অক্টোবর) মাঝরাতেই বার্থ ডে গার্ল অনন্যার হ๊াসিমুখের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ওয়ালকার। ত🍬াতে লেখেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি খুব খুব স্পেশাল। আই লাভ ইউ অ্যানি।’ নিজের এই বার্তার সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও দিয়েছেন।
নাযিকা অনন্যা পান্ডে অভিনীত সর🍌্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিটিআরএল’। বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত এ সিনেমা গত ৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। বর্তমানে অনন্যার হাতে ‘শঙ্করা’ সিনে🐓মার কাজ রয়েছে।