• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তবে কি এবার মিঠুনের চাপে রুক্মিণীকে বিয়ে করছেন দেব?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০২:৫৯ পিএম
তবে কি এবার মিঠুনের চাপে রুক্মিণীকে বিয়ে করছেন দেব?

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রব😼র্তী ও দেব। এই দুই তারকা আবারও একই সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার নাম ‘প্রজাপতি’। শুক্রবার (২৩ ডিসেম্বর) সিনেমাটি মুক্তি পেয়েছে। 

সিনেমাটি নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মিঠুন ও দেব। এরই অং𝔍শ হিসেবে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে সা꧂ক্ষাৎকার দিয়েছেন এই দুই তারকা। সেখানে সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। সিনেমার বাইরে নিজেদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা নিয়েও হাস্যরস করতে দেখা যায় এই দুই অভিনেতাকে।

সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে দেব বলেন, ‘ছবিতে, ৩৬ বছর হয়ে গꦺিয়েছে একটা ছেলে সে কিছুতেই বিয়ে করছে না। যেটা কিনা আমার বাড়ির প্রত্যেক দিনের খবর।’ এরপর দেব, মিঠুন চক্রবর্তীর দিকে দেখিয়ে বলেন, ‘বিয়ে নিয়ে উনিও আমায় বলে বলে পাগল হয়ে যাচ্ছেন, এটা আসলে আমাদের রিয়েল লাইফ স্টোরি!’

আর তাতে সহমত প্রকাশ করেন মিঠুন। কিছুটা হতাশার চোখে মিঠুন বলেন, ‘সত্যিই পাগল হয়ে গিয়েছি। ওর হবু বউ আমায় রোজ বলছে, তোমার কথাও শুনছে না! আমি তখন ভাবি, ভগবান ওকে যে কী তৈরি করেছে বুঝতে পারꩲছি না।’

ওয়েডিং প্ল্যানার আপনার বিয়ের বরাত কবে পাচ্ছেন এমন প্রশ্ন দেবকে করা হলে দেবের কথা কেড়ে নিয়ে উত্তর দেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘এই সিনেমাটা আগে মুক্তি পাক, তারপর আ▨মি মারব ওকে ডান্ডা, হয়ে যাবে🃏 মনে হচ্ছে, কিছু তো একটা হবে।’

সিনেমাটির প্রযোজক দেꦇব ও অতনু রায়চৌধুরী এবং পরিচালনা করেছেন অভিজিৎ সেন। এর আগে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস꧙বে নির্বাচিত হওয়া দেব অভিনীত ‘টনিক’ সিনেমাটিও অভিজিৎ সেন পরিচালনা করেছিলেন।

‘প্রজাপতি’ সিনেমায় মিঠুন, দেব ছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, বিশ্বনাথ বসু, কনিনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়। আর অবশ্যই চমক জ꧅ি বাংলার বিখ্যাত সিরিয়াল যমুনা ঢাকির যমুনা শ্বেতা ভট্টাচার্য।

Link copied!