ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে চিত্রনায়িকা অঞ্জনাকে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিতꦇ্রনায়িকা অঞ্জনা। বুধবার (১ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (ব🅠িএসএমএমইউ) নেওয়া হয়েছে।
স🔯েখানে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। শারীরি🉐ক অবস্থার অবনতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক। বৃহস্পতিবার (২জানুয়ারি) সকালে নায়িকার পরিবারের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন নিশাত রহমান।
তিনি বলেন, ‘মা অঞ্জনার শ্বাসকষ্ট হচ্ছেღ। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে। ত𓄧াই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।’
পরিবার থেকে নায়িকা অঞ্জনা রহমানের জ⛦ন্য দোয়াꦦ চাওয়া হয়েছে।
জানা গেছে, ১৪ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই 🌜মায়ের সঙ্গে আছেন।
চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি𝄹 সিনেমায় অভিনয় করেছেন।
‘দস্যু বনহুর’ দিয়ে তꦛাঁর শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পরಌ টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।