কয়েক মাস ধরেই বিচ্ছেদের গুঞ্জন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের। প্রায়ই দুজনের বিচ্ছেদের খবর উঠে আসে গণমাধ্যমে।
সোশাল মিডিয়ায়ও বচ্চন পরিবারের টানাপোড়েন নিয়ে নানা জল্পনা শোনা যায়। এই জল্পনায় ঘৃতাহুতি তখন পড়ে, যখন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চ🎉নদের সঙ্গে নয়, মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই গিয়েছিলেন ঐশ্বর্য রাই। ক্যামেরার সামনেও আলাদাই পোজ দেন।
তখনই প꧋্রশ্ন উঠে, ‘আম্বানিদের বিয়েতেও মান-অভিমানের পালা,আলাদা টিম?’ অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সের জল্পনা নিয়ে চর্চার অಌন্ত নেই। এবার শত্তুরের মুখে ছাই দিয়েই প্রকাশ্যে এল অভিষেক-ঐশ্বরিয়ার ‘হ্যাপি মোমেন্ট’-এর ভিডিও।
এবারও সেই আম্বানিদের বিয়ে🤡র অনুষ্ঠান থেকেই ভিডিও প্রকাশ্যে এসেছে। জামনগরের অনুষ্ঠানের ডকুমেন্টারি ভিডিওতেই ক্যামেরায় ধরা পড়েছে অভিষেক-ঐশ্বর্যর হাসিখুশি মেজাজের মুহূর্ত। তারকাদম্পতির মাঝে বসে মেয়ে আরাধ্যাও ততোধিক খুশির আমেজে। সেখানেই দেখা গেল, রং মিলান্তি পোশাকে সেজেছিলেন জুনিয়র বচ্চন দম্পতি। সোফায় একসঙ্গে বসে অনন্ত-রাধিকার 💎প্রাকবিবাহের জমজমাট অনুষ্ঠান উপভোগ করছেন। আরাধ্যাও সেখানে মা-বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেল।
শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্য়ই নাকি ঐশ্বরিয়া রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ। বলিউডে কানাঘুষো শোনা যায়, মেয়েকে বিলাসবহুল বাং♐লো প♊্রতীক্ষা উপহার দেওয়াতেই নাকি বেজায় চটেছেন বউমা ঐশ্বরিয়া রাই। দীর্ঘদিন জনসমক্ষে একফ্রেমে ধরাও দেন না জুনিয়র বচ্চন দম্পতি। তবে এবার অনন্ত-রাধিকার বিয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই দেখা গেল তাঁদের ‘সুখী মুহূর্ত’।