চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল 🔯দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু এখনওꦚ পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন। উল্টো দীর্ঘ হচ্ছে লাশের সারি।
এ ঘটনায় শোকাগ্রস্ত গোটা দেশ। সামজিক যোগাযোগ মাধ্যমও ছেয়ে গেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়-খবরে। অনেকে অনেকভাবে পাশে থাকার চেষ্টা করছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে নানানভাবে ভূক্তভোগীদের পাশে থাকার চেষ্টা করছেন। ফেসবুকে দেওয়া তারকাদের এই পোস্টগুলোও অনুไপ্রেরণা যোগাচ্ছে মানুষের মনে।
ঢালিউড সুপারস্টার শাকিꦏব খান ফেসবুকে পোস্টে লিখেছেন, “চট্টগ্রামের জন্য প্রার্থনা।”
নায়ক আরিফিন শুভ লেখেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন, আশেপাশে যারা আছেন দ্রুত সহযো𝕴গিতা করুন।”
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, “চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কোনও আহত ব্যক্তির জরুরি ভিত্তিতে 🔯রক্তের প্রয়োজন হলে কমেন্টে🤡 জানাবেন। আমি পেজে পোস্ট করবো যেন সেই গ্রুপের কেউ গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারেন।”
♌সংগীতশিল্পী কুমার বিশ্ব🐻জিৎ, “সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত।”
কণ্♊ঠশিল্পী আসিফ আকবর, “সীতাকুণ্ড ট্র্যাজেডি জাতীয় দুর্যোগ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। মহান আল্লাহর কাছে সাহায্য চাই। উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের জন্য শুভকামনা।”
নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, “ছবি আর লাইভ আপডেট একদম প্রয়োজন নাই ভাই, প্রয়োজন মানুষকে বাঁচানো, সহযোগিতা কর🐼া, রক্ত।” তিনি আরও লিখেছেন, “অনেক রক্ত লা꧋গবে চট্টগ্রামে। সবাই সজাগ থাকুন। সহযোগিতা করুন।”
কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন💦, “অসংখ্য অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি/বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। আল্লাহ সহায় হোক আমাদের।”
চিত্রনায়ক সাইমন সা🦹দিক তার ফেসবুক পোস্ট লিখেছেন, “পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে। সী🐎তাকুণ্ডে। আল্লাহ মাফ করুন।”
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার ফেসবুকে সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের একটা ছবি দিয়ে পোস্টে লিখেছেন, “চট্টগ্রাম মেডিকেল ♐কলেজ হাসপাতালে বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন। দয়া করে তাদের সাহায্যে আসুন।”
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সর🍎য়ার ফারুকী তার ফেসবুকে একটা ভিডিও নিউজ শেয়ার করে লিখ✅েছেন, “কি ভয়াবহ!!!”
তাছাড়াও অভিনেতা ওমর সানী, নাবিলা ইসলাম, তমা মির্জা,🎀 মেহজাবিন চৌধুরী, জিয়াউল হক পলাশ, ইমরান মাহমুদুলসহ শোবিজের প্রায় তারকাই আহতদের রক্তদানের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।