• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সনি স্কয়ারে রাজকে জড়িয়ে কাঁদলেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ১০:০৯ পিএম
সনি স্কয়ারে রাজকে জড়িয়ে কাঁদলেন পরীমনি

মিরপুরের সনি স্কয়ারে স্বামী শরীফুল রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমা দেখে আবেগে কেঁদেছেন অভিনেত্রী ✱পরীমনি। শনিবার (২৩ জুলাই) সনি স্কয়ারে বিকাল ৪টার শো দেখেন পরী ও রাজ।

সিনেমা শেষে দেখা যায়, রাজকে জড়িয়ে ধরে কাঁদছেন আল♎োচিত এই🍰 অভিনেত্রী। এসময় রাজকেও কাঁদতে দেখা যায়।

পরীমনি বলেন, “আমি আগেই ‘পরাণ’ সিনেমার প্রশংসা শুনেছি। বিশেষ করে রাজের অভিনয়। এতে সে সবার মন কেড়েছে। সিꦺনেমা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। আজ নিজে হলে এসে রাজের পাশে বসে সিনেমাটি দেখলাম। ভীষণ ভালো লেগেছে। এতে রাজ ছাড়াও অন্যান্য সবাই খুব ভালো অভিনয় করেছেন।  আমারতো খুশিতে কান্না চলে এসেছে।”

এদিকে পরীমনি ছাড়াও সিনেমা শেষে পরিচালক রায়হান রাফীকেও রাজকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। এসময় সিনেমা দেখতে আসা খলনায়ক মিশা সওদাগর রাফীকে কাধে হাত রেখওে শান্তনা দেন।

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত ‍‍`পরাণ‍‍` সিনেমা। পরীমনি আগেই জানিয়েছিলেন রাজের সঙ্গে সিনেমাট𓆏ি হলে গিয়ে দেখবেন তিনি। সে অনুযায়ী  শনিবার রাজ-পরী একসঙ্গে মিরপুরের সনি স্কয়ারে বিকাল ৪টার শো দেখেন।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, মিশা সওদাগর, আরিফিন শুভ, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, নিౠরব, পূজা চেরি, দিঘী, মনিরা মিঠু, রোজি সিদ্দিকীসহ অনেকে।

শুরুতে ১১টি হলে মুক্তি পেলেও শুক্রবার থেকে সিনেমাটির হল সংখ্যা বেড়ে ৫৫ হয়। যা আরও ব𝔉াড়ার সম্ভ⛦াবনা দেখছেন সংশ্লিষ্টরা।

Link copied!