ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে সম্প্রতি একটি সরকারি কলেজে মুসলিম শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ এবং হিজাব পরিহিত মুসলিম নারীকে হে𓆏ন𝔍স্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করে সংহতি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পাল♔ন করেন তারা।
শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে কর্ণাটকের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে তাদের সংহতি জানিয়ে বলেন, ‘ধর্মের নামে বাড়াবাড়ি, আমরা যেন না করি’, ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত বন্ধ হোক’, ‘হিজাব আমাদের পরিচয়, হিজাব আমাদের𒈔 গর্ব’, ‘হিজাব আমার পরিচয়, হিজাব আমার অধিকার’।
এ সময় সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেবಞুল ইসলাম বলেন, “শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যারা মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বী আছে, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রাখে। আমাদের দাবি হলো, সকল ধর্মাবল🌠ম্বীরা যেন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে।”
ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারদিন অন্তর বলেন, “ভারতের কর্ণাটকের ঘটনার তীব্র নিন্দা জানাই। ভারতের হাইকোর্টে হিজাব যেন নিষিদ্ধ না হয়, তার জন্য একাত্মতা পোষণ করতেই আমরা একসঙ্গে সমবেত হয়েছি। মেয়েটার যে হুংকার, তা বুঝিয়ে দিয়েছে মুসলমানরা কতটা একতাবদ্ধ। কারও ধর্মে বা কারও 🍸;মতবাদে বাধা সৃষ্টি না করে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করা উচিত।”
গত মাসে ভারতের কর্ণাটক রাজ্যের উদিপি জেলার এক সরকারি কলেজে ৬ মুসলিম ছাত্রী অভিযোগ করেন, “হিজাব পরে তাদের ক্লাসে ঢুকতে নিষেধ করা🌃 হয়েছে। ওই খবর ছড়িয়ে পড়তেই উদিপি ও অন্যান্য জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে মামলাও হয় হাইকোর্টে। যা নিয়ে সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতে।”