গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমꦓান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শি💞ক্ষার্থী বৃষ্টির সময় লেকে নেমে পানিতে ডুবে মারা গেছেন।
মঙ্গলবার (১🌜 আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ে এﷺ ঘটনা ঘটে।
মৃত দুই শিক্ষার্থী হলেন ইএসডি ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিকﷺ্ষার্থী অনন্যা হিয়া ও তাসপিয়া জাহান ঋতু।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান বলেন, ওই দুই শিক্ষার্থীর꧂ একজন সাঁতার জানতেন না। লেকপাড়ে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে যান। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও ডুবে যান। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।