• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পাবিপ্রবিতে ৯ দফা দাবিতে কর্মকর্তাদের স্মারকলিপি


পাবিপ্রবিতে ৯ দফা দাবিতে কর্মকর্তাদের স্মারকলিপি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ৯ দফা দাবি নিয়ে রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্ꦇযালয়ের কর্মকর্তা পরিষদ।

রোববার (৭ মে) দুপুরে কর্মকর্তা পরিষদের সভাপতি হারুনুর রশি🔯দ ডন ও সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন রেজিস্ট্রারের কাছে এ স্মারকলিপি তুলে দেন।

দাবিগুলো হলো

১. নীতিমালা অনুযায়ী আপগ্রেডে👍শন / পদোন্নতির মেয়াদ পূর্ণ হওয়ায় কর্মকর্তাদের আপগ্রেডেশন / পদোন্নতির দ্রুত সময়ের মধ্যে প্রদান।

২. এডহক ভিত্তিতে ꧟কর্মরত কর্মকর্তাদের স্থায়ী নিয়๊োগ প্রদান।

৩. কর্মকর্🤡ত🔯াদের আপগ্রেডেশন / পদন্নতি নীতিমালা সংশোধন

৪. কর্মকর্তাদের নিয়োগবিধি (MPQ) সংশোধন।

৫. ক🙈র্মকর😼্তাদের শিক্ষাছুটি, লিয়েন ছুটিসহ যাবতীয় প্রাপ্য ছুটি (হয়রানী ব্যতিত) প্রদান।

৬. কর্মকর্তাদের সুযোগে-সুবিধা না পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয়, কিন্তু স𓄧ুযোগে-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয় না, এমন দ্বৈতনীতি পরিহার করা।

৭. প্রয়াত ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মো. শহিদু💮ল ইসলামের সহধর্মিনীর চাকুরির ব🎐্যবস্থা করা।

৮. ২০💝২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য গঠিত উপকমিটিতে সকল কর্মকর্তাকꦜে অন্তর্ভুক্ত করা।

৯. ৪% গৃহ নির্মাণ ঋণ দ্রুত সময়ের মধ্𒅌যে বাস্তবায়ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি হারুনুর রশিদ ডন বলেন, “যে ৯ দফা দাবি দেওয়া হয়েছে সেটা কর্মকর্তাদের দাবি। কর্মকর্তারা অনেকদি꧟ন ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। আমরা চাই কর্মকর্তাদের সঙ্গে যে বৈষম্য আছে সেগুলো দূর হোক। সেজন্যই প্রশাসনের কাছে আমাদের 🗹এই দাবি-দাওয়া।”

সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন বলেন, “আমাদের অনেক কর্মকর্তার আপগ্রেডশন আটকে✃ আছে, এই সমস্যা সমাধানের জন্য উপাচার্য এক বছর ধরে আশඣ্বাস দিয়েছেন। কিন্তু এখনো তার কোনো ফলাফল আমরা পাইনি। এখানে অনেক সমস্যা আছে। কর্মকর্তা নীতিমালা সংশোধনীর কথা আছে কিন্তু সেটিও সংশোধন করা হচ্ছেনা, কর্মকর্তাদের যে নিয়োগবিধি (MPQ) আছে সেটা মনগড়া, সরকারি বিধিমালায় ৪% হাউজ লোনের কথা বলা আছে এখানে সেটা নাই। এর ফলে আমরা ক্ষতগ্রস্থ হচ্ছি। পাশাপাশি গুচ্ছ পদ্ধতি পরীক্ষাতে আমাদের কর্মকর্তাদের রাখা হচ্ছেনা, যার ফলে আমরা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এইসব কারণেই আমাদের এই দাবি-দাওয়া। আমরা আশা করছি উপাচার্য মহোদয় এই নয় দফা দাবি পূরণ করবেন।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, “এটা কর্তৃপক্ষের (প্রশাসন) বিষয়। কর্তৃপক্ষ কি করবেন এটা উপ💝াচার্য ভালো বলতে পারবেন। যা করার উনিই করবেন।”

Link copied!