• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কুবির শেখ হাসিনা হল থেকে বিশাল আকৃতির সাপ উদ্ধার


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০২:৫৭ পিএম
কুবির শেখ হাসিনা হল থেকে বিশাল আকৃতির সাপ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল🐎ের ১১৮ নম্বর রুম থেকে রে💃সকিউ টিম একটি দুধরাজ সাপ উদ্ধার করেছে। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রেসকিউ টিমের সদস্যরা সাপটিকে হল থেকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৭টায় তারা সাপটিকে হলের সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে চিৎকার শুরু করেন। এসময় সাপটি হলের ১১৮ নম্বর রুমে ঢুকে পড়ে। পরবর্তীতে বিষয়টি হলের আনসার সদস্যকে জান🍎াল🃏ে তিনি রেসকিউ টিমের সঙ্গে যোগাযোগ করলে প্রায় ৪ ঘণ্টা পর রেসকিউ টিম এসে রাত সাড়ে ১০টার দিকে সাপটি উদ্ধার করে।

রেসকিউ টিমের সদস্য নজরুল ইসলাম অয়ন বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে আমার বাসার দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার, আমি সন্ধ্যা সাড়ে ৭টায় ফোন পাই। তাদের বর্ণনা অনুযায়ী আমি ধারণা করেছিলাম সাপটি পদ্মগ꧃োখরা। যেহেতু কয়েক মাস আগেও বিশ্ববিদ্যালয় থেকে আমি পদ্মগোখরা সাপের ডিম উদ্ধার করেছিলাম। আজকে এসে যখন সাপটিকে উদ্ধার করি তখন বুঝলাম এটি পদ্মগোখরা নয় দুধরাজ সাপ, যা একদমই নির্বিষ। আতঙ্কের কোনো কারণ নেই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের হিসাববিজ্ঞান বিভাগের এবং হলের ১১৮ নম্বর রুমের শিক্ষার্থী কিকিউ মারমা লিলি বলেন, “আমি সাপটিকে দেখতে পাইনি, য♒েহেতু আমি সন্ধ্যায় ঘুমিয়ে ছিলাম। রুমে আমি এবং আমার আরও একজন রুমমেট ছিল। দুজনই ঘুমাচ্ছিলাম। হঠাৎ রুমের বাইরে থেকে মেয়েদের চিৎকারে ঘুম ভাঙলে শুনি আমাদের রুমে সাপ ঢুকেছে। আতঙ্কে তৎক্ষণিক আমরা রুম থেকে বেরিয়ে গেলে ডায়নিংয়ের কুক হাই মামা আর আনসার সদস্য আমাদের রুমের দরজা জানালা বন্ধ করে দেন যেন সাপটি অন্যত্র পালাতে না পারে। এরপরই আমরা রেসকিউ টিমে কল করে জানাই এবং হলের প্রভোস্ট ম্যাম কেও অবগত করি।”

এ বিষয়ে হল প🦄্রভোস্ট অধ্যাপক ড. মেহের নিগার বলেন, “আমি হলের শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছি এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছি। রেসকিউ টিমের সঙ্গে যোগাযোগ হয়েছে তারা দ্রুত সাপটিকে উদ্ধার করবে।” 

Link copied!