প্রথমবারের মতো দিনব্যাপী মেহেদি উৎসব উদযাপ🍸নে মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার🐽্থীরা। বাঙালি সংস্কৃতি তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্য।
শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসব উদ🥃যাপন করা হয়। এতে মেহেদি বাঁটা, বাঙালিয়ান🎐া গান, পটপাঠ ও নানা সাংস্কৃতিক কর্মসূচি পালন করে সংগঠনটি।
সরেজমিনে দেখা যায়, নতুন মেহেদি গাছের পাতা বেঁটে সেই মেহেদি লাগানো হচ্ছে একে অপরের হাতে। বৃক্ষের গায়ে সামাজিক সচেতনতা তৈরিতে এক✱টি পটচিত্র অঙ্কন করেছে। বাঙালি সংস্কৃতির নান্দনিক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। এসময় শিক্ষার্থীদের ছবি তুলতেও দেখা যায়। এ ছাড়া ক্যাম্পাস ভ্রমণে আসা কয়েকজন রাশিয়ান অনুষ্ঠানটি এসে নতুন মাত্রা দেন।
অনুষ্ঠানের বিষয়ে অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, “বাঙালিয়ানা সংস্কৃতিকে তুলে ধরতে আজকে আমরা মেহেদি উৎসব উদযাপন করেছি। আমরা গত দুই বছর ꦰআগে ক্যাম্পাসে লাগানো প্রায় ৬০টা মেহেদী গাছের পাতা থেকে এ আয়োজন করেছি। এইসব পাতা বেঁটে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মেহেদী তৈরি করে বিক্রি করছি। এখান থেকে সংগৃহীত অর্থ আমরা বিভিন্ন পরিবেশগত কাজে ব্যবহার করব। এর পাশাপাশি পরিবেশের ওপর গাছের যে গুরুত্ব তা তুলে ধরতে আমরা এখানে বিভিন্ন ধরনের ভেষজ ও ঔষধি গাছের পাতাও রেখেছি। পাশাপাশি বাঙালিয়ানা সংস্কৃতিকে ধারণ ক🌠রার লক্ষ্যে আমরা এখানে বাঙালিয়ানা গান, পটপাঠ রাখছি। আমরা যদি আমাদের নিজস্ব সত্তা ধারণ করতে পারি সেক্ষেত্রে আমরা একজন প্রকৃত বাঙালি হয়ে সঠিক বাংলাদেশি হয়ে সমাজে পরিচিত লাভ করতে পারব। আমাদের সেই ধারণাটাই প্রতিফলিত করছি আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে।”
উল্লেখ্য, ‘শান্তি ও সংস্ক𝓡ৃতিতে অভয়ারণ্য’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম করে চলছে ‘অভয়ারণ্য’ সংগঠনটি।