চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্র✨েনে ❀কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ৮টার দিকে শহর থেকে ছেড়ে আসা ট্র🐼েনটি নগরীর ২ নম্বর গেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (𓄧ওসি) এস এম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কলেজছাত্রের নাম মো. ইরফান (১৯)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্꧒কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, নিহত কলেজছাত্র ফোনে কথা বলতে বলতে লাইনের ওপরে চলে যান। এ সময় ট্রেন চলে আসায় তিনি আর সরে যেতে পারেননি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাস😼পাতালের (চমেক) মর্গে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।
ষোলোশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন ব𒊎লেন, শহর 🦩থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়মুখী ট্রেনটি ২ নম্বর গেটের কাছে পৌঁছালে লাইনের ওপরে থাকা ইরফান চাপা পড়েন। তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশ𝓡েক জানান, নিহতের মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হ♎য়েছে।