প্রতিবারের 🍬মতো এবারও বছরের প্র♔থম দিনেই অর্থাৎ ১ জানুয়ারি বই উৎসব হবে বলে জানিছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বই উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের কদমতল🐈ায় নিজ বাসবভনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ🥃সব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘আগামী জানুয়ারি মাসের ১ তারিখেই আমাদের বই উৎসব হবেꦛ। উৎসব করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
করোনা༒র কারণে ২০২১,২০২২ সালে বই উৎসব করতে না পারলেও গত বছর থেকে আবারও ১ জানুয়ারিতেই বই উৎসব করছে শিক্ষ🐻া মন্ত্রণালয়। এই দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।