• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঢাকার তিন থানা ও এক কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৯:৫৮ এএম
ঢাকার তিন থানা ও এক কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা

ঢাকা মহান♎গর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত মুগদা, যাত্রাবাড়ী ও লালবাগ থানা ছাত্রলীগ এবং সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এক বছরের✤ জন্য এই তিন থানার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে।

রোববার (২ জুন) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম (♏খাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

কমিটিতে স্থান পেলেন যারা:

যাত্রাবাড়ী থানা ছাত্রলীগ
সভাপতি : ইফতিয়ার মাহমুদ ফয়সাল।

সহ-সভাপতি : মো. রাসেল রানা, আদীব খান আলম, মো. শুভ হাওলাদার, রফিকুল ইসলাম, সৈয়দ আল ইমরান, মো. সজীব হোসেন, অমিয় রহমান, মো. সাইফুল, মো. নাঈম মৃধা এবং মো. রাস🔯েলꦑ হোসেন।

সাধারণ সম্পাদক : মো. জাহাঙ্গীর।

যুগ্ম-সাধারণ সম্পাদক : মো. ইমরান হোসাইন, অর্🦂ঘ্য দাস, 🌌মো. আকিক মৃধা, ইমরান শিকদার নাবিল এবং ফজলে রাব্বি প্রান্ত। 

সাংগঠনিক সম্পাদক : জ💧াহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক (ইয়াছিন), রাফিউল আজাদ, এ. এস. এম নাবিল বীন আজিজ বিপ্র, দেলোয়ার হোসেন, আশীষ পাল এবং ঋক্ তপাদার৷

লালবাগ থানা ছাত্রলীগ
সভাপতি : শুভ্র দাস।
সহ-সভাপতি : মো.🦩 জামিরুল ইসলাম নাহিদ, রাকিব খান, শিশির আহমেদ, মো. মহিউদ্দিন রাফি এবং আজিজ আহাম্মেদ (জ🍸য়)৷ 

সাধারণ সম্পাদক : মো. তুহিন মাদবর। 

যুগ্ম-সাধারণ সম্পাদক : মো. শাকিল চৌকদার, মো. রাসেল হোসেন অনন্ত,  গোলাম কিবরিয়া এব🔜ং ইরফান মোর্শেদ দীপ্ত৷ 🌼;

সাংগঠনিক সম্পাদক : মিনহাজ উদ্দিন এবং আ♛জিজুল হাဣকিম নিলয়।

মুগদা থানা ছাত্রলীগ
সভাপতি : মো. আসিফ আলভি অভি ভুইয়া।

সহ-সভাপতি : মো. আল-আমিন হোসেন (অনিক), আরজু ইসলাম বাদশা, মো. শাহাদাতও হোসেন রাজু, আরাফাত কাজী, আতিকুর রহমান ⭕ফাহিম, শাহারিয়ার দিহান, মো. বরকত হোসেন শুভ এবং মো. বাকি বিল্লাহ।

সাধারণ সম্পাদক : সামাদ উদ্দিন বিজয়।

যুগ্ম সাধারণ স⛎ম্পাদক : আল নাহিয়ান নাভেদ, মো. সজিব হোসেন, ইবনে কায়েস সামির, শরিফুল ইসলাম তানভীর এবং  রাকিবুল ইসলাম মিশু৷ 

সাংগঠনিক♏ সম্পাদক : সানজিদা আক্তার, মো. মাহমুদ রানা সুজন, জয় ঘোষ অনিক, মো. আরিফ, মো. জালিস মাহমুদ এবং মো: মেহেদী হাসান।

Link copied!