হবিগঞ্জের মাধবপুরে🦩 যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (১৮ জুলাই) দুপুরে ঢাকা🌼-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দরগাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ 🧸আহমেদ জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক🎃 থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
ওসি আরও জানান,ꦿ পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।