ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে জালভোট 🦹দিতে গജিয়ে ধরা পড়েছেন সাকিবুল আলম অপূর্ব (১৮) নামের এক যুবক।
বুধবার (৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রামমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের কারাদণ্ড দ𝔍েওয়া হয়। দণ্ডপ্রাপ্ত অপূর্ব꧙ উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পুষ্প পুদম চাকমা বিষয়টি নিশ্চিত💃 করেছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে তাৎক্ষণিক আদালত বসিয়ে জালভোট দেওয়ার চেষ্টার দায়ে সাকিবুল আলম অপূর্বকে তিন দ♋িনের কারাদণ্ড দেওয়া হয়।