ফরিদপুরে হঠাৎ করে বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে দুপুর পর্যন্ত এ জেলাতে সূর্যের দেখা মেলেনি। কুয়া💖শায় ঢেকে আছে প্রকৃতি। তাপমাত্রা খুব একটা না কমলেও কুয়াশার কারণে বেড়েছে শীত। হঠাৎ শীতের এ প্রকোপ বেড়ে যাও🌳য়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
দেশের অন্যান্য অঞ্🅺চলের মতো শীতে জবুথবু ফরিদপুরবাসীও। শীত থেকে বাঁচতে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকে মোটা শীতবস্ত্র পরে🌺 বাড়ির বাইরে যাচ্ছে মানুষ।
জেলার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘন কুয়✤াশা ও উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে হঠাৎ ফরিদপুরে শীতের প্রকোপ বেড়েছে। আরও কয়েকদিন শীতের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে।
ফরিদপুরের সালথা উপজেলার কৃষক আহম্মদ মাতুব্বর বলেন, “আজ সকালে জমিতে সেচ দিতে গিয়েছিলাম। এত কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাজ করা ♛কঠিন হয়ে গেছে।”
একই উপজেলার কৃষক আজাদ উদ্দিন বলেন, “১ বিঘা জমিতে আজ থেকে বোরো ধান লাগানোর কথা ছিল। কিন্তু শীতের কারণে শ্রমিক পাচ্ছি না আজকে। ঠান্ডা পা🦩নিতে দীর্ঘ সময় আমি নিজেও কাজ করতে পারছি না।”
ফরিদপুর শহরের রিকশাচালক জাহিদ খাঁ বলেন, “গত রাত থেকেই কুয়াশার কারণে রাস্তাঘাট তেমন দেখা যাচ্ছে না। সেইসঙ্গে সূর্যের দেখা নেই সারাদিন। তবে হঠাৎ করে ঠান্ডা বাতাসের কারণে বেশি শীত লাগছে। লোকজনের তেমন দেখা নেই। তাই এখন পর্যন্ত ভাড়া হয়েছে মাত্র ২🐠০০ টাকা।”