ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী ফ༺ুয়াদ🍎কে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৭ জানুয়াಌরি) রাত ১০টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুয়াদ কা💫জী ওই গ্রামের মকবুল হোসেন কাজ♋ীর ছেলে। তিনি সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ফুয়াদ কাজী নামের একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কী কারণে ঘটনাটি ঘটেছে জানা নেই। ঘটনাস্থলে𝕴 পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।