যশোরের বেনাপোল স্থলবন্দরে ২ লাখ 🍨৩১ হাজার মুরগির ডিমবোঝাই একটি ট꧋্রাক দুই দিন ধরে আটকে আছে। শুল্কায়ন জটিলতায় চালানটি আটকে আছে বলে জানা গেছে।
ডিমগুলো আমদানি করেছে আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সল্যুশন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ডিম আমদানির ক্ষেত্রে শুল্কহার ৩৩ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করেছে অর্থ মন্ত্রণালয়। ১৭ অক্টোবর এ–সংক্রান্ত গেজেট প্রকাশ কর𝓰া হয়। কিন্তু কাস্টমস কর্মকর্তারা আগের নিয়মে শুল্ক পরিশোধের জন্য বলেন। ডিমের চালানটি আটকে থাকায় প্রতিদিন পাঁচ হাজার টাকা কর𝔍ে মাশুল গুনতে হচ্ছে।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামান বলেন, “শুল্কায়নের জটিলতার বিষয়টি আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট বা কাস্টমসের কোনো কর্মকর্তা আমাকে জানাননি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, নতুন গেজেট অনুয়ায়ী শꦯুল্কায়ন করে চালানটি ছেড়ে দেব।”
বেনাপোল বন্দর ও কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ অক্টোবর) রাতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিম আমদানি করে হাইড্রোল্যান্ড সল্যুশন। রোববার বন্দরের কার্গো শাখায় চালানের নথিপত্র জমা দেয় আমদানিকারক প্রতিষ্ঠান। কিন্তু বেনাপোল কাস্টমস𓄧 কর্তৃপক্ষ আগের ৩৩ শতাংশ হারে শুল্ক পরিশোধের জন্য লিখিত আদেশ দিলে আমদানিকারক শুল্কায়ন বন্ধ রাখেন। আমদানিকারক নতুন গেজেট অনুযায়ী শুল্ক পরিশোধের জন্য কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। যে কারণে শুল্কায়ন জটিলতায় পণ্যের চালানটি বন্দরে আটকে আছে।
আমদানিকারক সূত্রে জানা গেছে, শুল্কায়নসহ প্রতিটি ডিমের আমদানি মূল্য আগে পড়ত ৯ টাকা ৯৭ পয়সা। নতুন গেজেট অনুযায়ী, যার দাম পড়বে ৮ টাকা ৪৭ পয়সা। এর সঙ্গে যুক্ত হবে পরিবহন, শ্রমিক ও ওয়েস্টেজ (নষ্ট) বাবদ খরচ। সব মিলিয়ে প্রতিটি ডিম ঢাকায় পৌঁছাতে সাড়ে ১০ টাকা মতো খরচ হবে। প্রতিটি ডিমে ২০ থেকে ৩০ পয়সা মুনাফা যোগ করে তা পাইকারিতে বিক্রি করা হবে🔯।