ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছ♊ে। এছাড়া গুরুত্বপূর্ণ আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে।
🔜মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ২টা থেকে💦 এসব নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
জানা যায়, সন্ধ্যার পর থেকে কুয়াশা বাড়⛎তে থাকে তিন নৌরুটে। রাত দুইটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে রাত দুইটা থেকে তিন নৌরুটেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে আটকে পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। এর ফলে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে ফের♌ি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। ফলে💫 রাত দুইটা থেকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এতে মাঝপদ্মায় ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এদিকে ফেরি বন্ধ থাকায় তিন ⛎নৌরুটের পাড়ে আটকে পড়েছে অনেক বাস ও পণ্যবাহী গাড়ি। শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছ⛄ে এসব যাত্রীদের।