• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় ভাবির চুল কাটলেন ননদ


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৪, ১০:০১ এএম
প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় ভাবির চুল কাটলেন ননদ
ছবি : সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় প্রে💟মের বিয়ে মেনে না নেওয়ায় মারধরের পর ভাবির মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ননদ ও ননদের স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বোন ও ভগ্নিপতির বি🎐রুদ্ধে  থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ফজলুল হক।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (২০ মে) উপজেলার  পোগলা ইউনিয়নের কুঁতিগাও গ্রামে এ ঘটনা𓆉 ঘটে।

ভুক্তভোগী ওই গৃহবধূর নাম শিখা আক্🔯তার শিল্পী (৩৬)। তিনি উপজেলার কুঁতিগাও গ্রামের মাছ ব্যবসায়ী মো. ফজলুল হকের স্ত্রী।

অভিযুক্তরা হলেন ভুক্তভোগী গৃহবধূর &nb♏sp;ননদ একই গ্রামের  রেশমা আক্তার  (২০) ও ননদের স্বামী মো. নয়ন মিয়া (২৬)।

পুলিশ জানায়, দুই বছর আগে রেশমার অন্যত্র বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর প্রতিবেশী নয়নের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রেশমার। ওই স্বামীকে ছেড়ে দেড় বছর আগে নয়নকে বিয়ে করেন রেশমা। কিন্তু রেশমার পরিবার এ বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে বড় ভাই ফজলুল হক ও তার স্ত্রী শিখা আক্তার শিল্পীর প্রতি ক্ষিপ্ত ছিলেন রেশমা। এরই জেরে গত সোমবার সন্ধ্যা ৬টার দ🐟িকে ঘরে ঢুকে শিল্পীকে বেধরক মারধর করেন রেশমা ও তার স্বামী নয়ন। একপর্যায়ে শিল্পীর চুল কেটে দেন তারা। পরে শিল্পীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় শিল্পীর স্বামী ফজলুল হক বাদী রেশমা ও তার স্বামী নয়ন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শিখা আক্তার শিল্পী বলেন, “ঘটনার সময় বাড়িতে নিজের ঘরে একাই ছিলাম। মাগরিব নামাজ শেষে জায়নামাজে তসবিহ পাঠ করছিলাম। এ সময়  ননদ রেশমা ও তার স্বামী নয়ন ঘরে ঢুকে আমাকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। আমি চিৎকার করতে চাইলে আমার মুখ বেঁধে ফেলে। এ সময় তারা আমার মাথার চুল কেটে দেয়। পরে প্রতিꦏবেশীরা এসে আমাকে উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে নিয়ে যান।”

এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূর শিল্পীর স্বামী মো. ফজলুল হক বলেন, “আমার বোন রেশমা প্রেম করে নয়নের সঙ্গে বিয়ে হয়। এ বিয়ে মেনে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত সোমবার সন্ধ্যায় ঘরে  ঢুকে মারপিট করে শিল্লীকে গুরুতর আহত করে রেশমা ও নয়ন। এ সময় ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালংকারসহ আমার স্ত্রী মাথার চুল কেটে দেয় তারা। আমি এর ন্যায়বিচার চাই।”
রেশমার স্বামী মো. নয়ন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ঘটনার কিছুই  জানি না। আমরা বাড়িতে ছিলাম না।”
কলমাকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ জানান, শিল্পীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚগেছে। তিনি এখন হাসপাতালে  চিকিৎসাধীন।

Link copied!