নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) ও তার বন্ধু মো. রাজুকে꧙ (৪৫) গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। রোববা𝓡র (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত কর😼েছেন।
পুꦐলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান গণমাধ্যমকর্মীদের জানান, তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায়🌠 এক বন্ধুর বাসায় এসেছিলেন। ঢাকায় ফেরার উদ্দেশে আরেক বন্ধুর সঙ্গে সানারপাড় বাসস্ট্যান্ডে এসে দাঁড়ান। সে সময় এক পকেটমার তার মোবাইলটি ছিনিয়ে নিলে তিনি ওই পকেটমারের হাত ধরে ফেলেন। ওই পকেটমার উল্টো পকেটমার বলে চিৎকার করে লোকজন জড়ো করে এবং তাদের দেখিয়ে দেন।
তিনি বলেন, “কিছুক্ষণের মধ্যে উত্তেজিত জনতౠা আমাদের মারধর শুরু করে। আমি পরিচয়পত্র দেখালেও তারা মারতে থাকে।”
𝓰বিষয়টি জানার পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আল মামুন বলেন, “এটা ভুল বোঝাবুঝি ছিল। ওই পুলিশ সদস্য ছুটিতে ছিলেন এবং এক বন্ধুর বাসায় বেড়াতে এসেছিলেন। তারা লিখিত অভিযোগ দিলেই এই♔ ব্যাপারে আইনগত ব্যবস্🔥থা নেওয়া হবে।”