• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হঠাৎ হাসপাতালে বিকট শব্দ, আতঙ্কিত রোগী ও স্বজনরা


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০১:১০ পিএম
হঠাৎ হাসপাতালে বিকট শব্দ, আতঙ্কিত রোগী ও স্বজনরা

বরগুনার ২৫০ শয্যা বরগুনা  জেনারেল হাসপাতালের নির্মাণাধীন একটি লিফটে হঠাৎ  বিকট শব্দ হওয়ার ✃খবর জানা গেছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়𒀰ে ৫ট𝐆ার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। 

লিফটের সেন্সরের সমস্যা কারণে এ সমস্যা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্⛄চিত কর😼েছে ফায়ার সার্ভিস। 

হাসপাতালে আসা রোগীর কয়েকজন স্বজনদের সঙ্গে কথা  হলে তারা বলেন, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লিফটের ভিতরে হঠাৎ  বিকট শব্দ শুনতে🎐 পেয়ে রোগীসহ আগত স্বজনরা ছোটাছুটি করতে শুরু করে। পরে দ্রুত লিফটের দরজার কাছে ছুটে এসে লিফট বন্ধ অবস্থায় দেখতে▨ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন উপস্থিত রোগীর স্বজনরা।

তারা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে লিফট পরিচালনার দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কালু নামের এক লোক এসে লিফটের ভেতরে কোন লোক আটকা পড়েছে কিনা পরী༒ক্ষানিরিক্ষা করে। এ সময় লিফটের দুটি দরজা ভাঙা ও একটি তার ছেড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। 

কালু বলেন, সেন্সরে সমস্যার কারণে দুটি দরজা ভেঙে গেছে। আমি ঠিকাদার🔯ি প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি।

তবে তার ছিড়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন ত𒐪িনি🍎। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক 𒐪মুহা. রফিকুল ইসলাম।

হাসপাতাল ভবনের দায়িত্বে থাকা ডা. নাজমুল আহসান বলেন, “আমরা ডাক্তার রোগীর দেখাশোনা করি,ꦜ লিফটের রোগ তো আমরা বলতে পারবো না। ঘটনার পর পরই গণপূর্ত থেকে দায়িত্ব থাকা উপ সহকারী প্রকৌশলী (ইএম) জাকারিয়া আকনকে মোবাইল ফোনে বিষয়টি জানাই। এ সময় তিনি আমার সঙ্গে উত্তপ্ত ভাষায় কথা বলেন।

গণপূর্ত বিভাগের উඣপসহকারী প্রকৌশলী (ইএম) জাকারিয়া আকনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

পরে বরিশাল বিভাগীয় সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে মোবাইল ফোনে ঘটনার বিষয়  জানতে চাইলে তিনি কলট💎ি কেটে দেন।

জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম  বলেন,  বিষয়টি জানতে ⭕পেরে ঘটনাস্থল পরিদর্শন ক♛রেছি। 

তিনি আরও জানান, এর আগেও হাসপাতাল মিলনায়তন কক্ষের ফলস সিলিং ধসে পড়ার ঘটনা ঘটেছে। গণপূর্ত বিভাগকে এ ঘটনাগুলোর কারণ খতিয়ে দেখতে নি💦র্দেশ💫না দেওয়া হয়েছে। কারণগুলো উদঘাটন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!