কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণ⭕গাছি গ্রামের মালিথা পা��ড়ার মাদ্রাসা মোড় এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকালে চাচাতো দুই ভাই বোন মিলে একসঙ্গে খেলা করতেছিল। এর কিছুক্ষণ পরই তাদের বাড়ির আশপাশে আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যা বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ🐟ত ঘোষণা করেন।
মৃত দুই শিꩵশু হলো, স্থানীয় খোদা বকসের ছেলে নূর আমিন (৫) ও মিজার আলীর মেয়ে ফাতেমা (৪)। তারা আপন চাচাতো ভ🀅াই-বোন।
রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যার একটু আগে হরিণ গাছি গ্রামের দুই ভাই খোদা বকস ও মি𝔉জার আলীর ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী।
ঘটনারা 𒐪সত্যতা নিশ্চিত ൲করেছেন দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর।