• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ের গেটে টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৩:৩০ পিএম
বিয়ের গেটে টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ২৫
জেলার মানচিত্র

ভোলার চরফ্যাশনে কনের বাড়িতে বিয়ের গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয়পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন। এ ছাড়া কনেপক্ষের বিরুদ্ধে বরপক্ষের স্বর্ণালংকার লুটপাটের অভ🌃িযোগ উঠেছে।

র🐼োববার (১৩ অক্টোবর) দুপুরে উ🌺পজেলার চর-মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নুরে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এক মাস আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হালট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বে💫গমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন বলেন, “বিয়ের একমাস পর আনুষ্ঠানিকভাবে বউ আনতে কনের বাড়িতে যাই। গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্💯যে সংঘর্ষে শুরু হয়। আমাদের পরিবারের ১৫ জন আহত হয়েছেন। এ সময় কনের জন্য নেওয়া স্বর্ণালংকারসহ বিয়ের যাবতীয় আসবাবপত্র ও ব্রিফকেসে থাকা সব মালামালসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় কনেপক্ষের লোকজ🐼ন।”

এদিকে বিয়ে বাড়ির গেটে থাকা কনের মামাতো বোন আমেনা বেগম জানান, “বরযাত্রীকে স্বাগত জানাতে আমরা কয়েꦗকজন গেটে টেবিল বসিয়ে অপেক্ষায় থ🧔াকি। দুপুর দেড়টার দিকে বরযাত্রী এলে গেটে বর পক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করা হয়। বরপক্ষ ৩ হাজার টাকা দিলে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। পরে বরপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালালে ১০ জন আহত হন।”

দক্ষিণ আইচার থানার𒊎 ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া বলেন, “এ বꦏিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিতভাবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

Link copied!