কক্সবাজার পৌরস꧑ভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার 📖করে।
এদিকে শাহাবুদ্দিন সিকদারের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাতেই শত শত লোক থানায় সামনে জড়ো হয়ে তার কঠোর বিচꦓার দাবি করে বিক্ষোভ করেন।
গ্রেপ্তার শাহাবুদ্দি🍨ন সিকদার আলীর জাঁহাল এলাকার মোহাম্মদ হোছাইন মাস্টারের 🅷ছেলে।
পুলিশ জা൲নায়, কাউন্সিলর শাহাবুদ্দিনের নামে হত্যাচেষ্টা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি মামলা ও শতাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। এ ছাড়া গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শꦬিক্ষার্থীদের ওপর হামলা চালান শাহাবুদ্দিন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত করܫ্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান বলেন, শাহাবুদ্দিনক⛎ে সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।