• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্রোতে ভেঙে পড়ল মুজিব কিল্লা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৫:১৩ পিএম
স্রোতে ভেঙে পড়ল মুজিব কিল্লা

সিরাজগঞ্জের কাজীপুরের চর গিরিশে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই যমুনার স্রোতে ভেঙে পড়ে⛦ছে মুজিব কিল্লার একাংশ। নদীভাঙন ও বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চরাঞ্চলের মানুষের নিরাপত্তায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদ⭕প্তরের উদ্যোগে এই মুজিব কিল্লার নির্মাণ কাজ শুরু হয়।

চর গিরিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, “মুজিব কিল্লাটি ছালাল, চর ডগলাস, ভে🍸টুয়া ও সিন্দুরআটা এই চার মৌজার মাঝখানে স্থাপন করা হয়েছে। দুর্যোগের সময় এসব এলাকার মানুষের আশ্রয়ের জন্যই সরকার এটি নির্মাণ করে। কিন্তু পানির স্রোতে হঠাৎ করেই এটির একটি অংশ ভেঙে যায়। এতে আমাদের চরের মানুষ বন্যার সময় আশ্রয় নিতে পারবে না। বন্যার সময় মানুকে ভোগান্তি পোহাতে হবে।”

কাজীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্🍨মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা বলেন, “চলতি বছরে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। এ সময় নদীর প্রবল স্রোত মুজিব কিল্লায় আঘাত হানে। এতে কিল্লার একাংশ নদীতে ভেঙে পড়ে।”

মুজিব কিল্লার প্রকল্প পরিচালক মনোয়ার হোসেন বলেন, “কিল্লাটি সেখানে টিকবে কিনা তা যাচাই করার জন্য তিন সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। ౠচলতি মাসের মধ্যেই কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জম♛া দেবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী রিপন মিয়া বলেন, “মূল মাটির এক ফুট💫 নিচ থেকেই পিলার তোলা হয়েছে। কিন্তু প্রবল স্রোতের কারণে ভেঙে গেছে। প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছিল।”

Link copied!