সাতক্ষীরা সদর উপজেলার গোবরಌদাড়িতে জেলা পরিষদের গাছ কর্🐲তনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছের স্থানীয়রা।
বꦺুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে গোবরদাড়ি বাজার এলাকায় গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যবসা꧂য়ী আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম মিল্টন, সাইফুল ইসলাম, আবু ইউসুফ, মিজান উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে সরকারি গাছ কাটার ঘটনায় স্বপন🐲 বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা𝕴 জিয়া ও জেলা পরিষদের কেয়ারটেকার তারেক ধরা ছোয়ার বাইরে রয়েছে। এলাকাবাসীর দাবি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক গাছ কর্তনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।