ফরিদপ♈ুরের সদরপুর উপজেলায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিব🌠ি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ১৪টি সিমকার্ড ও ৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
রোববার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ🔯) মোহাম্মদ ইꦡমদাদ হুসাইন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার রাতে ফরিদপুরের সদর✃পুর উপজেলার মুন্সীরকান্দি এলাকার একটি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সদরপুর উপজেলার মুন্সীরকান্দি গ্রামের জালাল বেপারীর ছেলে কামাল বেপারী (২৯), মজিবর মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বর (২৫), আলেপ সরদারের ছেলে মাসুদ সরদার (৪৭) ও মজিবর মাতুব্বরের ছেলে সাকি💎ল মাতুব্বর (২৩)।
ইমদাদ হুসাইন বলেন, “গ্রেপ্তার হওয়া ওই চার ব্যক্তি বিকাশ ও নগদ গ্রাহকদের গোপন পিন নম্বর সংগ্রহ করে অ্যাকাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিতেন। এছাড়া তারা নিজেদেরকে বিকাশ কিংꩵবা নগদ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন।”