মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান তদারকি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আ🐻খতার। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে স্পিডবোটে পদ্মা ও মেঘনা নদীতে তদারকি করতে বের হন তিনি।
জানা গেছে💧, উপদেষ্টা সকালে মাওয়া ঘাট থেকে ভোলা সদরের ইলিশা ঘাটের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে তিনি চাঁদপুরসহ শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযানের কার্যক্রম সরেজমিনে স্পিডবোটযোগে পরিদর্শনের মাধ্যমে তদারকি করেন।
এ সময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের য🌺ুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান।
চাঁদপুরের মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম প🦩রিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদরের সহকারী কমিশনার ভূমি মো. আল ইমরান খাঁন, চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়া⛄জ আহম্মেদ, কোস্ট গার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ফজলুল হক।
চাঁদপুর নৌ-অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ বলেন, “উপদেষ্টাসহ তার সফরসঙ্গীরা মা ইলিশ সংরক্ষণ ও অভয়াশ্রম এলাকার কার্যক্রম তদারকি করেছেন। এই ইলিশ নিষেধাজ্ঞা꧃ মা ইলিশের প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”