অবশেষে পদত্যাগ করল🧜েন মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের প্রধাಌন শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
রোববার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার ⛦দাসের কাছে𝄹 পদত্যাগপত্রটি জমা দেন তিনি।
পদত্যাগপত্রে আবুল কালাম আজাদ লিখেছেন, পারিবারিক সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে পদ🐬ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ৯ সেপ্টেম্বর (সোমবার) নারী কেলেংকারী, অনিয়ম, দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালা𒁏ম আজাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগপত্র দাখিল ক꧒রেন।
এ বিষয়ে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সংবাদ প্🐬রকাশে প্রতিবেদন প্রౠকাশের পর জেলাজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়।
ওই সময় শিক্ষার্থীরা জানিয়েছেন, একাধিক নারী কেলেংকারী, অনিয়ম, দুর্নীতি ও শিক্ষဣার্থীদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। তাই শিক্ষার্থীদের এক দফা দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ।