• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এসিল্যান্ডের কাপড় সাবান দিয়ে পরিষ্কার করায় লন্ড্রি দোকানিকে জরিমানা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ১০:৪৭ এএম
এসিল্যান্ডের কাপড় সাবান দিয়ে পরিষ্কার করায় লন্ড্রি দোকানিকে জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এসিল্যান্ডের (সহকারী কমিশনার-ভূমি) কিছু কাপড় ড্রাইওয়াশের পরিবর্তে সাবান পানি দিয়ে ধোয়া🙈য় এক দোকানিকে আটকে রেখে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। পরে তাকে এক হাজার জরিমানা এবং ১০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।  

বৃহস্পতি🌳বার (৬ জুলাই) এসিল্যান্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানির নাম কিশোর দাশ। তিনꦇি 🍒সীতাকুণ্ড পৌরসভার সানলাইট লন্ড্রির মালিক।

কিশোর দাশ জানান, বুধবার কবির নামে এসিল্যান্ড অফিসের এক কর্মচারী তার দোকানে বেশ কিছু কাপড় দিয়ে যান।  ওই সময় তিনি তার দোকানের পাশে সেলুনে ছিলেন। দোকানে এসে তিনি ব্যাগে থাকা স্যুটকোট ড্রাইওয়াশ করে বাকি কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলেন। বৃহস্পতিবার সকালে এসিল্যান্ড অফিসের আরেক কর্মচারী ফারুক এসে শার্ট ফেরত চান। তিনি তখন শার্ট ধ𒐪ুয়ে দেওয়া হয়েছে জানালে ফারুক ক্ষিপ্ত হয়ে যান।

কিশোর দাশ আরও জানান, একপর্যা😼য়ে দোকান বন্ধ করে আমাকে এসিল্যান্ড অফিসে নিয়ে যাওয়া🌺 হয়। সেখানে আটকে রেখে লাঞ্ছিত এবং গালিগালাজ করা হয়। এরপর আমার কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা নেওয়া হয়। একই সঙ্গে স্ট্যাম্পে মুচলেকা নিয়ে বিকেলে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে এসিল্যান্ড মো. আশরাফুল আলম বলেন, “ঘটনার সময়ে আমি কার্যালয়ে ছিলাম না। তবে ༺অভিযুক্ত দোকানি দীর্ঘদিন ধরে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাই তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তবে জরিমানা করা হয়নি। তারপরও বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।” 

Link copied!