মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় খালা ও ভাগ্নি নিহত হয়েছে। সোমবার (১ জুলাই) রাত ৮টার দিকে ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এ💜 দুর্ঘটনা ঘট🔜ে ৷
নিহতরা হলেন ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামꦅের করিম উল্লাহ স্ত্রী পিয়ার𓆉া খাতুন ও তাঁর বোনের শিশুকন্যা সাদিয়া বেগম।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে সাদিয়া ও তার খালা সড়ক পার হওয়ার সময় বালিভর্তি দুটো ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পেয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত শিশুকন্যা সাদিয়ার মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। এ ঘটনায় ট্রাক দুটো আটক করলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার 𓂃করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ভূনবীর-শমসে🐓রগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।ꦡ অবৈধ বালুর গাড়ি সড়কে চলাচল বন্ধের দাবি জানায় তাঁরা।