রাজশাহীতে ডিম বহনকারী একটি পি෴কআপভ্যান থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্๊তারা।
বুধবার (৫ এপ্রিল) ভোর সাড়ে🐷 ৫টার দিকে নগরীর কাটাখালী এলাকায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। এ সময় ডিমের খাঁচায় সুকৌশলে সাজানো অবস্থায় গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন আবু হোসেন ও আহসান হাবিব। তাদ𓆉ের দুইজনের বাড়ি কুড়িগ্রমে।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে 🐠অভিযান পরিচালনা করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে ডিম বহনকারী একটি পি🐻কআপভ্যান থামিয়ে তল্লাশি করা হলে সেখানে ডিমের খাঁচায় লুকিয়ে রাখা অবস্থায় নয়শটি ডিমের নিচ থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়।
জিললুর রহমান আরও জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে। প্রতিদ𝔍িন তল্লাশ🅘ির সময় খাদ্যপণ্য বহনকারী গাড়িগুলোকে আইন-শৃঙ্খলাবাহিনী সাধারণত খুব দ্রুতই ছেড়ে দেয়। তাই মাদক ব্যবসায়ীরা এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করেছিল।