• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশি আটক


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৩:৫০ পিএম
ভারতে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশি আটক

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে রাতে আধারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি🍸জিবি)।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ ম🍷োহাম্মদ বদরুদ্দোজ﷽া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্ꦰটোবর) গভীর রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দোয়ালপাড়া সীমান্ত এলাকা থেকে ত𓂃াদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হ🌳াজার টাকা ও ১০ আনা স্বর্ণের গহনা জব্দ করে বিজিবি।

আটককৃতরা হলেন, গনেশ রায় (৪৩), ববিতা রায় (৩৬), দৃশ্য রায় (১০), দেবেন্দ্র রায় (২২),😼 জয়ন্ত রায় (১৯) ও রিপন রায় (১৯)। এদের মধ্যে গণেশ রায় দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে, গনেশ রায়ের স্ত্রী ববিতা রায়, তাদের ছেলে দৃশ্য রায়, দেবে♍ন্দ্র রায় মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে, জয়ন্ত রায় জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়োর ছেলে ও রিপন রায় মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে।

বিজিবি জান🐼ায়, পঞ্চগড়ের সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।

অভিযানে অবৈধভাবে ভারতᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚে অনুপ্রবেশের সময় চারজন পুরুষ, একজন নারী ও একজন শিশুসহ মোট ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতে অনুপ্রবেশের জন্য দিনাজপুরের দালাল চক্রকে ১ লাখ টাকার বিনিময়ে সীমান্তবর্তী এলাকায় আসার কথা জানান। পরে তাদের বিরুদ্ধে মামলা করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।

Link copied!