শেরপুরে ওভারটেকিং করতে গিয়ে মোটরসাইক𝓰েল থেকে ছিটকে ট্রলির নিচে পড়ে হাসি বেগম (৩৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী-সন্তানসহ ৩ জন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে এ দ♕ুর্ঘটনা ঘটে।
নিহত হাসি বেগম ঝিনাইগাতী উপজেলার দড়িকালিনগর এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী ও দুই সন্তানে🍸র জননী। এতে মোখলেছুর রহ♏মান ও তার ২ বছর বয়সী শিশু সন্তানসহ অপর মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোখলেছুর রহমান ও স্ত্রী হাসি বেগম তাদের দুই বছর বয়সী ছেলেকে ডাক্তার দেখিয়ে শেরপুর শহর💧 থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় শেরপুর-ঝিনাইগাতী মহাসড়ক𓆏ের নওহাটা এলাকার পৌর কবরস্থানের সামনে মোখছেুর রহমান আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রলিকে সাইড দিতে গেলে অপর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে ট্রলির নিচ💯ে পড়ে ঘটনাস্থলেই মারা যান হাসি বেগম। আর আহত হন মোখলেছুর রহমান, তার শিশুসন্তান ও অপর মোটরসাইকেলের চালক।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর🍰 জেলা সদর হাসপাতালে নিয়🉐ে ভর্তি করেন। মোখলেছুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ 🐠উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।