হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে নিহত হ🐈য়েছেন বাদশা পাইওনিয়ার কোম্পানির ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চার জন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপ♈জেলার ঢাকা-সিলেট 🌸মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মী আক𝄹্তার (২০), নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২) এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির স🗹িনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।
মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, নিহত তিন নারী সকালে একটি ব্যাটারিচালিত টমটমে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশার ভেতর🦩 নাম পরিচয়হীন একটি গাড়ি তাদের বহন 🦋করা টমটমে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে তিন নারী প্রাণ হারান।
নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা কর♛ছে। ঘটনার পর কারখানার শ্র♒মিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন বলেও জানান তিনি।